Friday, April 15, 2011

ইকনা সম্মেলন এবার কানেকটিকাটে

উত্তর আমেরিকায় মুসলমানদের সর্ববৃহৎ মিলনমেলা ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা (ইকনা) ৩৬তম বার্ষিক সম্মেলন এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে হার্ডফোর্ড কানেকটিকাটে। মে’র ২৮-৩০ পর্যন্ত অর্থাৎ মেমোরিয়াল ডে উইকএডে এবার সম্মেলন অনুষ্ঠিত হবে। সমগ্র উত্তর আমেরিকাসহ বিশ্বের নামকরা ইসলামিক স্কলার এবং ওলেমারা এতে অংশগ্রহণ করবেন। সম্মেলনে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা সংগঠন হোটেল বুকিং এবং রেজিস্ট্রেশনের জন্য ৭১৮-৬৫৮-১১৯৯ a যোগাযোগ করতে বলা হয়েছে।

No comments: