রাসূল (সা:) স্পষ্ট ভাবে বলেছেন যে, ইহুদী-খৃস্টানদের কেউ তাঁর আগমনের কথা শোনার পর যদি তাঁর প্রতি বিশ্বাস স্হাপন না করে, তাহলে সে দোজখে যাবে। আল্লাহর রাসূল (সা:) বলেন- “ঐ সত্বার শপথ, যার হাতে আমার জীবন! ইহুদী ও খৃস্টানদের কেউ যদি আমার কথা শোনার পর আমার রিসালাতের প্রতি বিশ্বাস না এনে মৃত্যু মুখে পতিত হয়, সে অবশ্যই জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে।” সহীহ মুসলিম।।
No comments:
Post a Comment